২০২১-২২ মৌসুম ভীষণ বাজে কেটেছে ইউনাইটেডের। শিরোপাহীন মৌসুম কাটানো দলটি প্রিমিয়ার লিগ শেষ করেছে ছয় নম্বরে থেকে।
ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ২৭ ম্যাচ খেলে পগবা গোল করেছেন একটি, অ্যাসিস্ট ৯টি।
ক্লাবটির হয়ে আশানুরূপ খেলতে না পারায় বিভিন্ন সময়ে ইউনাইটেডের সাবেকদের সমালোচনার লক্ষ্যবস্তু হয়েছেন পগবা। অনেকেই মনে করেন, ফ্রান্সের জার্সিতে যে পগবাকে দেখা যায়, ক্লাবের হয়ে তার দেখা মেলে না।
২০১৬ সালে ইউভেন্তুস থেকে তখনকার রেকর্ড ট্রান্সফার ফিতে ইউনাইটেডে ফেরেন পগবা। এরপর থেকে ক্লাবটিতে কখনোই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।
ক্লাবটিতে তার আর খুব বেশি সময় থাকার সম্ভাবনা কমই। কেননা আগামী মাসে ইউনাইটেডের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।
গুঞ্জন আছে, বিশ্বকাপ জয়ী ২৯ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানার চেষ্টা করছে ইউভেন্তুস ও পিএসজি। চোটের কারণে আসছে নেশন্স লিগের ম্যাচগুলোয় তাকে পাচ্ছেন না ফ্রান্স কোচ দেশম।
এক সংবাদ সম্মেলনে শনিবার ৫৩ বছর বয়সী দেশম বলেন, ছন্দে ফিরতে ইউনাইটেড ছাড়া উচিত পগবার।
“পগবা অনেক চোটের শিকার হয়েছে, তার ক্লাবের ফলাফলও ভালো নয়। এই গ্রীষ্মে তাকে ঠিকানা পরিবর্তন করতে হবে।”