ক্যাটাগরি

তিন দফায় পেছানোর পর শুরু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

ফ্রান্সের প্যারিসে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যকার ম্যাচটি। কিন্তু স্টেডিয়ামে দর্শকদের ঢুকতে সমস্যা হওয়ায় প্রথম দফায় শুরুর সময় ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়।

পরে তা পিছিয়ে যায় আরও ১৫ মিনিট। তৃতীয়বারে আরও ৬ মিনিট পেছানোর কথা জানায় উয়েফা।

এরপর ছোট্ট পরিসরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় ফুটবলের লড়াই, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ২০২১-২২।