আগামী ৮ জুন মালয়েশিয়ার কুয়ালা লামপুরে শুরু হবে এশিয়ান
কাপের বাছাই। ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের মাঠে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এ উপলক্ষে রোববারের অনুশীলনে ঘর সামলে দ্রুত পাল্টা আক্রমণে ওঠার কৌশল শিখিয়েছেন এই
স্প্যানিশ কোচ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাঠানো ভিডিও
বার্তায় কাবরেরার সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন কৌশল প্রয়োগের বিষয়টি সবাইকে
বুঝিয়ে দেওয়ার কথা।
“গতকাল কিংসের খেলোয়াড়দের রিকভারি ছিল। আজ সবাইকে একসঙ্গে
পেয়েছি। লো-ব্লক কিভাবে করব, মানে ঘর সামলে কিভাবে দ্রুত আক্রমণে উঠব, বল লাইনে থাকলে
কার কোথায় অবস্থান থাকবে, কে কিভাবে খেলবে এবং বল রিকভারি করার পর কিভাবে খেলবে, সেগুলো
নিয়ে কাজ হয়েছে। সেট-পিস, ওরা বল পেলে রক্ষণে কিভাবে গোছাল থাকব, তা নিয়ে কাজ হয়েছে।”
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৮তম) চেয়ে এগিয়ে ইন্দোনেশিয়া
(১৫৯তম)। তাদের বিপক্ষে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে দল। বাছাইয়ের কৌশল ইন্দোনেশিয়া
ম্যাচে প্রয়োগের ইঙ্গিত দিলেন হাসান আল মামুন।
“আমরা পর্যায়ক্রমে এশিয়ান কাপের বাছাইয়ের প্রতিপক্ষ প্রতিটি
দলের শক্তি ও দুর্বলতা বুঝে, সেগুলো নিয়ে কাজ করছি। ইন্দোনেশিয়া শক্তিশালী দল। এই প্রথম
আন্তর্জাতিকভাবে তাদের মুখোমুখি হতে যাচ্ছি। তাদের ঘরের মাঠে খেলা। তবে আমরা এশিয়ান
কাপের বাছাইয়ে যে কৌশলে খেলব…. বাছাইয়ের জন্য তাই এ ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”