ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ শনিবার একথা বলেছেন। তিনি বলেন, রাশিয়ার আক্রমণ মোকাবেলায় ইউক্রেইনীয় বাহিনীকে শক্তিশালী করতে এইসব অস্ত্র সহায়ক হবে।
তাছাড়া, ডেনমার্কের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার দীর্ঘ পাল্লার হারপুন কৃষ্ণসাগরে রুশ নৌবহর ডুবিয়ে দিতে সক্ষম। তাই রাশিয়ার যুদ্ধজাহাজগুলো এই হারপুনের কারণে ঝুঁকিতে পড়বে বলে ইউএস-এনআই নিউজকে জানিয়েছেন এক নৌ-বিশ্লেষক।
ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ তার ফেইসবুক পেজে বলেছেন, হারপুন ক্ষেপণাস্ত্র পাওয়ায় আমাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা কেবল শক্তিশালীই হবে না বরং ইউক্রেইনের প্রশিক্ষিত টীম সেগুলো ব্যবহার করবে।
তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলীয় ওদেসা বন্দরসহ উপকূলকে রক্ষায় হারপুন ক্ষেপণাস্ত্রসহ ইউক্রেইনের নেপচুন ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হবে।
গত ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে দেশটির বন্দরগুলোতে নৌ-অবরোধ সৃষ্টি করে রেখেছে। এতে প্রধান প্রধান শস্য রপ্তানি ব্যাহত হচ্ছে।
কৃষ্ণ সাগরের নৌবহর ব্যবহার করে রাশিয়া ইউক্রেইনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলাও চালাচ্ছে। ইউক্রেইন তখন থেকেই পশ্চিমা সামরিক সহায়তা পেয়ে আসছে। আর এখন হারপুন পাওয়াটা কয়েকটি দেশের মধ্যকার সহযোগিতার ফল বলে জানিয়েছেন রেজনিকভ।
‘ব্রিটিশ বন্ধুদের অংশগ্রহণে ডেনমার্ক থেকে হারপুন চালান আসতে শুরু করেছে’ বলে জানান তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন গত সোমবারেই বলেছিলেন, ডেনমার্ক হারপুন উৎক্ষেপক এবং ক্ষেপণাস্ত্র ইউক্রেইনকে দেবে।
ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, তারা হারপুন ছাড়াও বেশকিছু ভারি অস্ত্রের চালান পেয়েছেন। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রের দেওয়া এম১০৯ স্বচালিত কামান। এ কামান দিয়ে ইউক্রেইনের সেনারা অনেক দূর থেকে কোনও নিশানায় আঘাত হানতে পারবে।
এই কামান চালানোর জন্য কিছু ইউক্রেইনীয় সেনাকে প্রশিক্ষণ দিতে শুরু করার কথা গত মাসেই জানিয়েছিলেন উধ্র্বতন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা।