ক্যাটাগরি

রব, মান্না, নুরদের সঙ্গে ভিড়ে সাকি-সাইফুল নতুন জোটে

রোববার
জেএসডি সভাপতি রবের ঢাকার উত্তরার বাসায় এক বৈঠকে সাত দলকে নিয়ে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন এই
প্ল্যাটফর্ম গড়ার বিষয়ে মতৈক্য হওয়ার কথা গণসংহতি আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়।

এই মঞ্চে
রাজনৈতিক দলের মধ্যে থাকছে- জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, সাইফুল হকের বিপ্লবী
ওয়ার্কার্স পার্টি, নুরুল হক নূরের গণঅধিকার পরিষদ, রবের জেএসডি, মান্নার নাগরিক
ঐক্য।

এছাড়া
ভাসানী অনুসারী পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এই মঞ্চে যোগ দিচ্ছে।

রব ও
মান্না এতদিন গত নির্বাচনের আগে বিএনপির সঙ্গে মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিল।
আর সাকি ও সাইফুল ছিলেন সিপিবি-বাসদ নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটে।

বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন

বাম জোট
থেকে সাকি ও সাইফুল আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসার চার দিনের মধ্যে নতুন জোটের বৈঠকে
গেলেন।

তবে সংবাদ
বিজ্ঞপ্তিতে একে জোট বলা হয়নি, বলা হয়েছে মঞ্চ।

গণসংহতির প্রধান
সমন্বয়কারী জোনায়েদ সাকির পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “সভায় সর্বসম্মতিক্রমে ৭ দলের এই যৌথ রাজনৈতিক
উদ্যোগকে ‘গণতন্ত্র মঞ্চ’ হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে ঐক্যমত্য পোষণ করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যথাসম্ভব স্বল্পতম সময়ে সুনির্দিষ্ট কর্মসূচির
ভিত্তিতে এই মঞ্চ আত্মপ্রকাশ করবে।”

‘বর্তমান ফ্যাসিবাদী দুঃশাসন মোকাবেলায়’কে লক্ষ্য হিসেবে ধরে নতুন মঞ্চের রাজনৈতিক ভিত্তি ও কর্মসূচি
চূড়ান্ত হবেবলেও জানানো হয়েছে।

সভায় রব
ছাড়াও জেএসডির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার ও কার্যকরী সাধারণ সম্পাদক
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মান্নার সঙ্গে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ
কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুলের সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্য বহ্নি
শিখা জামালী, আকবর খান, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের সঙ্গে আহ্বায়ক
রাশেদ খান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু ও সভাপতিমণ্ডলীর
সদস্য নঈম জাহাঙ্গীর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও
কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান এবং গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল
হাসান রুবেল উপস্থিত ছিলেন।