রোববার ভোরে উপজেলার
তালম ইউনিয়নের তালম গ্রামের শিবপাড়ায় এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার এসআই আব্দুস সালাম
জানান।
নিহত জান্নাতি (৭)
ওই গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে
এসআই সালাম বলেন, শিয়ালের উপদ্রব ঠেকাতে খামারি আবু তালেব মুরগির খামারের চারপাশে তারে
বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতেছিলেন।
“ভোরে সেখানে আম কুড়াতে
গেলে শিশু জান্নাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।”
এ বিষয়ে প্রয়োজনীয়
আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।