ক্যাটাগরি

সংসদীয় কমিটিকে প্রাক-বাজেট আলোচনার তাগিদ স্পিকারের

রোববার সংসদের শপথ কক্ষে এক অনুষ্ঠানে স্পিকার বলেন, “সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও কাঠামো সম্পর্কে জানা এবং পরিকল্পনা প্রণয়নে সকলেরই জ্ঞান আহরণ প্রয়োজন রয়েছে। সরকারি হিসাব, অনুমিত হিসাব ও অন্যান্য সংসদীয় স্থায়ী কমিটি বাজেট সংক্রান্ত বিষয়ে কাজ করতে পারে। প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের সাথে প্রি-বাজেট আলোচনা করা যেতে পারে।”

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ সচিবালয়ের বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের (বামু)উদ্যোগে ‘মাননীয় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন’ অনুষ্ঠানে স্পিকার এ কথা বলেন।

তিনি বলেন, “সংসদ সদস্যদের কাছে বাজেট সংক্রান্ত তথ্যাদি ও যাবতীয় উপাত্ত সহজেই সরবরাহ ও বোধগম্য করে তুলতে বামু কাজ করছে। এই কর্মকাণ্ডে ইউরোপীয় ইউনিয়ন প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। ফলশ্রুতিতে সংসদ সদস্যরা সহজে তাদের বাজেট বক্তৃতা তৈরি ও বাজেট সংক্রান্ত বিষয়ে ভূমিকা রাখতে পারেন।”

সংসদ সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,
মহাহিসাব
নিরীক্ষক
ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সেন্টার পলিসি ডায়ালগের এক্সিকিউটিভ ডিরেক্টর ফাহমিদা খাতুন।

অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল কালাম আজাদ, আ ফ ম রুহুল হক, উবায়দুল মোকতাদির চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, রওশন আরা মান্নান, আহসানুল ইসলাম টিটু, মেরিনা জাহান, খালেদা খানম, শিরীন আহমেদ, নার্গিস রহমান, রুবিনা আক্তার, মোস্তাফিজুর রহমান, হারুনুর রশীদ অংশ নেন।