ক্যাটাগরি

‘৭ মিনিটেই’ গ্যারেথ বেলের পঞ্চম

ইউরোপ সেরার লড়াইয়ে প্যারিসে শনিবার লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় রিয়াল। বেল স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি।

এবারের আসরে মাত্র ৭ মিনিট খেলার সুযোগ হয়েছে ৩২ বছর বয়সী উইঙ্গারের; শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে প্রথম লেগে ৩ মিনিট আর কোয়ার্টার-ফাইনালে চেলসির বিপক্ষে প্রথম লেগে ৪ মিনিট। দুই ম্যাচেই শেষ দিকে করিম বেনজেমার বদলি নেমেছিলেন তিনি।

২০২১-২২ মৌসুমে ‘৭’ সংখ্যাটা বেলের জন্য ‘ম্যাজিক সংখ্যা’-ই বলতে হবে। সব প্রতিযোগিতায় মিলিয়ে রিয়ালের হয়ে এবার তিনি খেলতে পেরেছেনও মাত্র সাত ম্যাচ।

মৌসুমের শুরুতে যদিও কার্লো আনচেলত্তি নিয়মিত লা লিগায় কয়েক ম্যাচে সুযোগ দেন তাকে। তবে আরও একবার চোটের আঘাত এবং পরে ছন্দ হারিয়ে দলে জায়গা হারান তিনি।

গত কয়েক মৌসুম ধরেই এটা অবশ্য নিয়মিত দৃশ্য।

প্রত্যাশার ডালি সাজিয়ে প্রায় ৯ বছর আগে সান্তিয়াগো বের্নাবেউয়ে পা রাখা বেল শুরুতে ছিলেন দারুণ কার্যকর। অনেক সাফল্যও বয়ে আনেন। হয়ে ওঠেন দলের নায়ক। কিন্তু সময়ের পালা বদলে পরে হয়ে ওঠেন দলের বোঝা।

মাঝে এক মৌসুম ধারে পুরনো দল টটেনহ্যাম হটস্পারে খেলে রিয়ালে ফেরেন তিনি। কিন্তু নিজেকে আর চেনা রূপে ফেরাতে পারেননি।

মাদ্রিদের দলটিতে গত কয়েক বছরে বেল হয়তো ব্রাত্য হয়ে পড়েছিলেন ঠিকই; তবে ক্লাবটির হয়ে যে অর্জন তার, তাতে নিশ্চিতভাবেই রিয়ালের ইতিহাসের অংশ হয়ে থাকবেন তিনি।

তাই কঠিন এই ক’বছরে রিয়ালে বেলের যেমনই কাটুক, সমর্থকদের বের্নাবেউয়ে তার পুরো অধ্যায়ের দিকেই ফিরে তাকানো উচিত। ১৬টি ট্রফির সঙ্গে ২৫৮ ম্যাচ ও ১০৬ গোল নিয়ে ক্লাব ছাড়বেন তিনি।

আগামী ৩০ জুন শেষ হয়ে যাচ্ছে রিয়ালের সঙ্গে তার চুক্তির মেয়াদ।