ক্যাটাগরি

চট্টগ্রামে স্ত্রী হত্যার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

সোমবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকা থেকে এস এম আবদুস সাত্তার
নামে ৭০ বছর বয়সী ওই বৃদ্ধকে
গ্রেপ্তার করা হয়।

চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্ত্রীকে
হত্যা করে সাত্তার চট্টগ্রামের পটিয়া,
বান্দরবান, রাঙ্গুনিয়াসহ
বিভিন্ন এলকায় আত্মগোপনে ছিলেন।

সর্বশেষ তিনি দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকার পদুয়ায় এক জমিতে কাজ নিয়েছিলেন। সকালে সেখান
থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


চন্দনাইশে ৭০ বছরের বৃদ্ধ ‘খুন করলেন’ স্ত্রীকে
 

গত ৭ মে সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়ার নিজ বাড়িতে ছুরিকাঘাতে স্ত্রী রেজিয়া বেগমকে (৬০) হত্যা করে পালিয়েছিলেন সাত্তার।

ওইসময় পুলিশ বলেছিল, স্বামী-স্ত্রীর
মধ্যে বিভিন্ন সময়ে পারিবারিক কলহ লেগে থাকত। তাদের পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে।