ক্যাটাগরি

চবিতে ভর্তিতে ফি বাড়ানোর প্রতিবাদ

সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ
করে তারা।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ইসরাত হক জেরিন বলেন, “ভর্তি আবেদন ফি ৬৫০ টাকা থেকে ৮৫০ টাকা নির্ধারণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম উর্ধ্বগতি, সেখানে এই আবেদন ফি বৃদ্ধি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে চরমভাবে ব্যাহত করবে।”

সমাবেশে ছাত্র ইউনিয়নের চবি সংসদের সভাপতি প্রত্যয় নাফাক বলেন, “২০১৮-১৯ সালে যেভাবে খাতুনগঞ্জের আড়তদাররা পেঁয়াজের দাম সিন্ডিকেটের মাধ্যমে বৃদ্ধি করে এবং পেঁয়াজ আমদানি হয়নি অজুহাত দেখিয়ে দাম বৃদ্ধি করে, তেমনই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কারণ দেখিয়ে আবেদন ফি বৃদ্ধি করছে।”

তারা বর্ধিত আবেদন ফি প্রত্যাহারের
দাবি জানান।

ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক ইফাজ উদ্দিন আহমদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি শাখার সাংগঠনিক সম্পাদক কিশোর বড়ুয়া ধ্রুব, পাহাড়ি ছাত্র পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক নরেশ চাকমা।