প্রতীকী ছবি
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির জানান, জেলা শহরের সুলতানপুর বড়বাজারে একটি মাংসের দোকানে সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত মো. রেজাউল করিম (৪৪) শহরের গড়েরকান্দা এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে এবং ওই মাংসের দোকানের কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, রেজাউল কাজ করার সময় পা পিচলে পানির লাইনের মোটররের উপর পড়ে যান। এ সময় মোটরের লিকেজ হয়ে যাওয়া একটি তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি।
পরে রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।