ক্যাটাগরি

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

সোমবার বেনাপোল অ্যাসোসিয়েশন ভবনে সাতটি বুথে ভোট নেওয়া হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটাররা ভোট দেন। ৭২৪ জন ভোটারের মধ্যে ৫৮০ জন ভোট দিয়েছেন।

সভাপতি পদে শামছুর রহমান ৩৯০ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক লতা ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার কাজী শাহজাহান সবুজ বলেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে দুটি প্যানেলের ‘সমমনা সম্মিলিত সমন্বয় পরিষদ’ আনারস প্রতীকে এবং ‘ঐক্য পরিষদ’ ছাতা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে।

অপর নির্বাচন কমিশনার ফারুক হোসেন উজ্জ্বল বলেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, সমমনা সম্মিলিত সমন্বয় পরিষদ ১৯টি পদের ১৮টিতে বিজয়ী হয়েছে। প্রতিপক্ষ ঐক্য পরিষদের আবু তাহের ভারত যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন।