ধামরাই থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, সোমবার ভোরে উপজেলার রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খরারচর এলাকায় প্রবাসী বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত চন্দবানু বেগম (৭০) ধামরাইয়ের দক্ষিণ খরারচর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ওরফে রেজু মিয়ার স্ত্রী।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, দক্ষিণ খরারচর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ওরফে রেজু মিয়ার দুই ছেলে আবু বক্কর ও আব্দুর খলিল সৌদি আরবে থাকেন। বাড়িতে বৃদ্ধা মা চন্দবানু বেগম একা বসবাস করেন।
“সোমবার ভোর রাতে একদল দুর্বৃত্ত সিঁধ কেটে টিনের ঘরে ঢোকে। তখন চন্দবানু চিৎকার দিলে তাকে মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করে হত্যা করে। পরে চন্দবানুর হাতের চুড়ি, গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।”
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি দুর্বৃত্তদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।
প্রতিবেশী সাদ্দাম হোসেন বলেন, দুই ভাই সৌদি প্রবাসী। চাচি বাড়িতে একা থাকেন। চাচিকে হত্যা করে স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা।