স্পোর্টস ডেস্ক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2022 04:15 PM BdST
Updated: 30 May 2022 05:43 PM BdST
এই তো মাসখানেক আগেই লা লিগা জিতে সিবেলেস স্কয়ারে এসেছিল রিয়াল মাদ্রিদের পুরো দল। হাজারো সমর্থকদের সঙ্গে আনন্দ-উল্লাসে-উৎসবে মিলেছিল কোচ-খেলোয়াড়রা। এবারের উপলক্ষ আরও বড়; আসরজুড়ে নাটকীয়-অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের গল্প লেখার পর প্যারিসের ফাইনালে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ১৪তম শিরোপা জয়! আবারও সিংহাসনে বসার মুহূর্তটাকে প্রিয় সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিতে সেই ‘সিবেলেস ফোয়ারা’-এর ধারে জড়ো হলো মার্সেলো-বেনজেমা-ভিনিসিউস-মদ্রিচরা। উড়ল রিয়াল মাদ্রিদের বিজয়কেতন। পরে প্রিয় আঙিনা সান্তিয়াগো বের্নাবেউও হলো আরেক দফা উদযাপন। ছবি: রয়টার্স