রোববার
ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের
জবাবে একথা বলেন তিনি।
ক্ষমতাসীন
দলের সংসদ সদস্য হাজি সেলিম দুর্নীতির মামলায় ১০ বছর দণ্ড নিয়ে এখন কারাগারে
রয়েছেন। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে তিনি আপিলের আবেদন ইতোমধ্যে করেছেন।
আইন
অনুযায়ী, ফৌজদারি অপরাধে দুই বছরের বেশি কারাদণ্ড হলে সংসদ সদস্য পদের যোগ্যতা আর
থাকে না।
এমন
পরিস্থিতিতে দণ্ডপ্রাপ্ত হাজি সেলিমের সংসদ সদস্য পদে থাকার সুযোগ আছে কি না-
জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “এ ব্যাপারে দু-তিনটি রায় আছে সুপ্রিম কোর্টে।
“হাজী সেলিমের এই
মামলায় আপিল বিভাগেও আপিল হয়েছে। আমি যতদূর আইনটি জানি, যতক্ষণ পর্যন্ত এটা এক
ফাইনাল ডিসিশন না হবে, ততক্ষণ পর্যন্ত সংসদ সদস্য পদ অ্যাফেক্টেড হয় না। এটাই রায়ে
আছে।”
সেক্ষেত্রে
আপিলে কী হয়, সেটা দেখার বিষয় বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুল
হক।
হাই
কোর্ট হাজি সেলিমকে ১০ বছরের সাজা দেওয়ার সময় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান
বলেছিলেন, নৈতিক স্খলনে দণ্ডিত হওয়ায় এই রাজনীতিক সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা
হারিয়েছেন।