উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীকলদি গ্রামে রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে র্যাব ১৪ এর অধিনায়ক মো. রুকুনুজ্জামান জানান।
এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটকের কথা জানালেও র্যাব তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি।
পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফের ভাষ্য, র্যাবের চার সদস্য শ্রীকলদি গ্রামে অভিযানে গেলে ‘জুয়াড়িরা’ তাদের মারধর করে এবং তাদের পিস্তল, হ্যান্ডকাপ ও গুলিভর্তি ম্যাগাজিন নিয়ে যায়। পরে আহত র্যাব সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি বলেন, “এই ঘটনার পর র্যাব রাত ১০টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে হ্যান্ডকাপ ও পিস্তল উদ্ধার করে। এতে জড়িত সন্দেহে প্রথমে কয়েকজনকে ধরা হলেও পরে শুধু তিনজনকে আটক করে নিয়ে যাওয়া হয়।”
এ বিষয়ে জানতে চাইলে র্যাব কর্মকর্তা রুকুনুজ্জামান বলেন, “মাদক বিক্রেতাদের তথ্য আনতে আমাদের সদস্যরা শ্রীকল্দি গ্রামে গিয়েছিল। সেখানে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ‘ধস্তাধস্তি’ হয়েছে। তবে আমাদের কোন কিছু খোয়া যায়নি।“
আটকদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রথমে কয়েকজনকে ধরা হয়েছিল। পরে তিনজন এ ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হন তারা। তাই বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।