ক্যাটাগরি

আইমেসেজে সামাজিক মাধ্যমের ফিচার ‘আনবে’ আইওএস ১৬

কেবল আইওএস ১৬ নয়, অ্যাপল টিভিওএস ১৬ দেখাবে
বলে ধারণা করছেন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের সংবাদকর্মী মার্ক গারম্যান। প্রযুক্তি
খাতের ভেতরের খবর রাখার জন্য পরিচিতি আছে ওই সংবাদকর্মীর।

গারম্যানের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট
৯টু৫ ম্যাক জানিয়েছে, আইওএস ১৬-র হেলথ অ্যাপ, নোটিফিকেশন প্যানেল এবং ওয়ালপেপারে বড়
পরিবর্তন আনছে অ্যাপল। বলা হচ্ছে, উইজেটের মতো ফিচার যোগ হবে অপারেটিং সিস্টেমটির ওয়ালপেপারে।

বহুল আলোচিত অলওয়েজ-অন লক স্ক্রিনের কথাও
বলেছেন গারম্যান। তার তথ্য মতে, আইওএস ১৬-তে বিল্ট-ইন ফিচার হিসেবে থাকবে অলওয়েজ-অন
লক স্ক্রিন। ধারণা করা হচ্ছে, এই ফিচারে স্ক্রিন লক থাকলেও সময়, দিন-তারিখ ও আবহাওয়ার
মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো স্ক্রিন অন না করেই দেখা যাবে।

আইওএস ৭-এ আইফোনের অপারেটিং সিস্টেম ঢেলে
সাজিয়েছিল অ্যাপল। গারম্যান সে পর্যায়ের কিছু প্রত্যাশা না করলেও বড় পরিবর্তনের আশা
করছেন বলে জানিয়েছে ৯টু৫ ম্যাক।

আইওএস ১৬ এবং টিভিওএস ১৬ নিয়ে গারম্যান
আরও বলেছেন, তিনি ‘সামাজিক মাধ্যমের মতো কার্যক্ষমতার প্রত্যাশা করছেন’, বিশেষ করে
অডিও মেসেজের বেলায়। আর টিভিওএস ১৬ স্মার্ট-হোম ভাবনার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে
বলে ধারণা তার।

আর ম্যাক কম্পিউটারের অ্যাপগুলোতে নকশায়
পরিবর্তনের আশাও করছেন গারম্যান।

এই সংবাদকর্মীর মতে, হেলথ অ্যাপ “সেবার
পরিধি সম্ভবত আইপ্যাড এবং ম্যাক পর্যন্ত বিস্তৃতি পাবে না। তবে, আইওএস ১৬ চালিত আইফোনের
সঙ্গে অ্যাপল ওয়াচের সমন্বয় সহজ করে দেবে এমন অনেক ফিচার থাকবে।”

অ্যাপল ডব্লিউডব্লিউডিসি ২০২২-এ নতুন কোনো
হার্ডওয়্যার দেখাবে বলে মনে করেন না গারম্যান। তবে, অ্যাপল যদি আদৌ কোনো হার্ডওয়্যার
দেখায়, তবে সেটি এম২ চিপ নির্ভর ম্যাকবুক এয়ার হতে পারে।