চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে ও ইস্পাহানি গ্রুপ
অব কোম্পানিজের আর্থিক পৃষ্ঠপোষকতায় ৩২টি দল নিয়ে এবারের লিগ হবে।
সোমবার সংবাদ সম্মেলনে লিগের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য
রাখেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) ও সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান মো. জসিম
উদ্দিন।
নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনাকালীন
সময়ের দুই বছর বন্ধ থাকার পর এবছর ৩৩ তম আসর শুরু হচ্ছে। এবছর লিগে ২৪টি দল অংশ নিচ্ছেন।
আটটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো প্রতিযোগিতায় অংশ নেবে।
এরমধ্যে ১৬টি দল নক আউট পদ্ধতিতে প্রি কোয়ার্টার ফাইনাল,
কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলবে।
বুধবার বেলা সাড়ে ৩টায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে লিগের
উদ্বোধন করবেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ও সংস্থার সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর।
বিশেষ অতিথি থাকবেন ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মীর্জা সালমান ইস্পাহানি।