ক্যাটাগরি

গাইবান্ধায় মাদক মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধার জেলা ও দায়রা
জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে তাকে ৫০ হাজার
টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাগারে রাখারও রায় দিয়েছে
আদালত।

সাজাপ্রাপ্ত ঠাণ্ডা মিয়া
(৪০) জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আরজি শাহাপুর গ্রামের মনতাজ আলীর ছেলে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত
ছিলেন ঠাণ্ডা মিয়া।

আদালতের পিপি ফারুক
আহম্মেদ মামলার নথির বরাতে জানান, ২০১৯ সালের ১৪ অক্টোবর মাদক কেনাবেচার খবর পেয়ে
বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। তার জামার পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০০
গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

তার বিরুদ্ধে মামলা করেন
গোবিন্দগঞ্জ থানার তৎকালীন এসআই শফিকুল ইসলাম। তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
জমা দেয় পুলিশ।

পিপি বলেন,
সাক্ষ্য-প্রমাণ শেষে ঠাণ্ডা মিয়াকে দোষী সাব্যস্ত করে আদালত এই সাজা দিল।