ক্যাটাগরি

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

তারা হল পৌরসভার টিকরামপুর মহল্লার দেলোয়ার হোসেনের ছেলে দিদার (৫) মোহাম্মদ হোসেনের মেয়ে তিশা (৩)।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তারা মারা যায় বলে সদর থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান।

ওসি পরিবারের বরাতে বলেন, দিদার ও তিশা তাদের বাড়ির কাছে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তাদের মৃত্যুর জন্য কেউ অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন ওসি মোজাফফর হোসেন।