ক্যাটাগরি

ডেমরায় সিটিগ্রুপের প্লাস্টিক গুদামে অগ্নিকাণ্ড

রাত ৯টা ১২ মিনিটে আগুনের খবর পাওয়ার পর কয়েকটি স্টেশন থেকে সেখানে ১১টি ইউনিট পাঠানো হয় বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ এরশাদ হোসেন।

পরে দুই ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ২০ মিনিটে  ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এরশাদ হোসেন বলেন, “তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

ডেমরা থানার ওসি শফিকুর রহমান জানান, কোনাপাড়া এলাকায় সিটি গ্রুপের বড় টিনশেডের ওই গুদামটি বাইরে থেকে বন্ধ করা ছিল।

তবে কোনো হতাহতের সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, “প্লাস্টিক মালামাল ছাড়াও বিভিন্ন মাল ছিল বলে জানতে পেরেছি।”