পরে কন্টেইনারটি
মহাসড়কের পাশে রেখে বিকল্প ব্যবস্থায় তেল সংরক্ষণের ব্যবস্থা করা হয় বলে পুলিশ
জানিয়েছে।
রোববার সন্ধ্যায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কুরছাপ এলাকায় এ ঘটনা ঘটে বলে দাউদকান্দি হাইওয়ে
থানার ইলিয়টগঞ্জ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মহাসড়কের চান্দিনা অংশে একটি তেলবাহী কন্টেইনার
থেকে তেল পড়তে পড়তে বাহনটি আনুমানিক ছয় থেকে সাত কিলোমিটার অতিক্রম করেছে। পরে
কুরছাপ এলাকায় গিয়ে চালক হয়ত বুঝতে পারেন কোনো গাড়ির ধাক্কায় কন্টেইনারের পেছনের
অংশ ফেটে তেল পড়ছে। তখন সেখানেই কন্টেইনারটি দেখার জন্য দাঁড় করান তিনি।
পরিদর্শক মাসুদ
আলম বলেন, ততক্ষণে তেল পড়তে দেখে স্থানীয়রা কন্টেইনারের পিছু নেয় এবং গাড়ি থামার
সঙ্গে সঙ্গে তারা ফেটে যাওয়া অংশ দিয়ে গড়ানো তেল বালতি, মগ, গামলা, কলসি ও বোতলে ভরতে
হুড়োহুড়ি শুরু করে।
এ সময় অনেককে মহাসড়ক
থেকে কাপড়, হাতসহ বিভিন্নভাবে মুছেও তেল সংগ্রহ করতে দেখা গেছে বলে তিনি জানান।
পরিদর্শক মাসুদ আলম জানান, কন্টেইনারটি সরিয়ে মহাসড়কের পাশে রাখা হয়েছে। বিকল্প
ব্যবস্থায় তেল সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তবে চালক ও তার সহকারীকে পাওয়া
যায়নি। তারা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া কন্টেইনারটি
কোথা থেকে তেল কোথায় নিয়ে যাচ্ছিল এবং এই তেলের মালিক সম্পর্কে কিছু জানা যায়নি।