ক্যাটাগরি

পঞ্চায়েত সিরিজের কে এই রিঙ্কি?

১. ভারতের
একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সানভিকা; পড়াশোনার ফাঁকে মুম্বাই গিয়ে ওয়েব
সিরিজটির জন্য অডিশন দিতে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

২. পঞ্চায়েত
সিরিজের প্রথম মৌসুমে অভিনয়ে অভিষেক ঘটেছে তার; প্রথম মৌসুমের শেষ দৃশ্যে রিঙ্কির এক
ঝলক দেখা মিললেও চরিত্রটি আর দীর্ঘায়িত হয়নি।

৩. দ্বিতীয়
মৌসুম মুক্তির পর দর্শকদের মনোযোগ কেড়ে নিয়েছেন সানভিকা; যিনি দর্শকদের কাছে রিঙ্কি
নামেই পরিচিতি পাচ্ছেন।

৪. মাধুরী দীক্ষিত, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ
ও আনুশকা শর্মা তার প্রিয় অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছে।

৫. ক্যারিয়ারের
প্রথম সিরিজে অভিনয় করেই ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা হু হু করে বাড়ছে সানভিকার; সঙ্গে
কাজের প্রস্তাবও পাচ্ছেন রোজ। সবকিছু ঠিকঠাক থাকলে অভিনয়ে নিয়মিত হতে চান এ অভিনেত্রী।