ক্যাটাগরি

বন্দরনগরীতে বাণিজ্যমেলা শুরু মঙ্গলবার

মঙ্গলবার বিকালে ২৯তম বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার দুপুরে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, “২৮ বছর ধরে আমরা দেশীয় পণ্যের প্রসার ও প্রচারের লক্ষ্যে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করে আসছি। গত দুই বছর করোনা মহামারীর কারণে সিআইটিএফ আয়োজন করা সম্ভব হয়নি এবং এ বছরও নির্দিষ্ট সময়ে এ মেলা শুরু করা সম্ভব হয়নি। দেরিতে হলেও ধারাবাহিকতায় এবারেও মেলার আয়োজন করেছি।

“মাসব্যাপী এই মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন। একই সাথে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত গ্রুপ তাদের পণ্যের সম্প্রসারণে বিভিন্ন প্যাভিলিয়ন সাজিয়ে তাদের পণ্যের সমাহার দর্শকদের জন্য উন্মুক্ত রাখবেন।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

চট্টগ্রাম চেম্বার সূত্রে জানা গেছে, এবারে প্রায় চার লাখ বর্গফুট এলাকা জুড়ে মেলা অনুষ্ঠিত হবে। এতে ১৭ টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৩ টি প্রিমিয়ার স্টল,  ৯৯ টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১৪ টি ফুড স্টল, দুইটি আলাদা জোন নিয়ে ৩৭০ টি স্টলে ৩১০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে মেলায়। এবারের মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়নও স্থাপন করা হচ্ছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে চলা মেলায় দর্শনার্থীরা ১৫ টাকা ফি দিয়ে প্রবেশ করতে পারবেন। তবে বিনা টিকিটে প্রবেশ করতে পারবেন প্লে থেকে সপ্তম শ্রেণি পড়ুয়ারা।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার রুহুল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।