ক্যাটাগরি

বিচার বিভাগকে শক্তিশালী করতে ‘গঠনমূলক’ সংবাদ চান প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টে কাজ করা সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি সোমবার প্রধান বিচাপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, “বিচার বিভাগ শক্তিশালী হলে দেশের গণতন্ত্র শক্তিশালী হবে।”

সংবাদমাধ্যমের ভাষাগত উপস্থাপনের প্রশংসা করে তিনি বলেন, “আমি কুষ্টিয়ার একটি গ্রামের মানুষ। আমি সাধারণত স্থানীয় ভাষায় কথা বলি। সংবাদ মাধ্যমগুলো আমার আঞ্চলিক ভাষার সে বক্তব্য বা মন্তব্য খুব সুন্দরভাবে লিখে প্রতিবেদন তৈরি করে। দেখে আমি মুগ্ধ হয়ে যাই।”

তবে বিচার কাজে আদালতে শুনানির সময় বিচারক-আইনজীবীদের সব কথাবার্তা গণমাধ্যমে প্রকাশ করা সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

“আদালতের কার্যক্রম চলাকালে সুপ্রিম কোর্টের বিচারকরা বিভিন্ন সময়ই নানা মন্তব্য করেন। সেসব মন্তব্যের সব গণমাধ্যমে আসা ঠিক না।”

এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, “আদালতে বিচারাধীন মামলার ব্যাকলগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”

সাংবাদিকরা যাতে সুপ্রিম কোর্ট থেকে প্রাসঙ্গিক তথ্য পায়, তার ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন প্রধান বিচারপতি।

গত ১৩ মে বার্ষিক সাধারণ সভায় ল রিপোর্টার্স ফোরামের নির্বাচনে নতুন নেতৃত্ব আসে কমিটি। আগামী এক বছরের জন্য সংগঠনটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আশুতোষ সরকার। সাধারণ সম্পাদক হন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা।