ক্যাটাগরি

‘বিশেষ প্রয়োজনে’ বিদেশ ভ্রমণে যেতে পারবেন আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা

বাংলাদেশ
ব্যাংক বলছে, কেবল ‘বিশেষ প্রয়োজনে’ নিজের অথবা আয়োজক সংস্থার খরচে বিদেশে যেতে পারবেন
 ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা,
আর কেউ সেই অনুমতি পাবেন না।

‘বিশেষ
প্রয়োজনের’ মধ্যে হজ, জরুরি চিকিৎসা, স্টাডি ট্যুর, সভা ও সেমিনারও রাখা হয়েছে।

বাংলাদেশ
ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে ব্যাংক
বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফাআই) প্রধান নির্বাহীদের পাঠিয়েছে।

রোববার
ওই সার্কুলারে বলা হয়েছে, “কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে
বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণের প্রশিক্ষণ/স্টাডি
ট্যুর/এক্সপোজার ভিজিট/সভা/সেমিনার অংশগ্রহণ বিষয়ক বৈদেশিক ভ্রমণ পরবর্তী নির্দেশনা
না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

“তবে
আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ প্রয়োজনে নিজস্ব অর্থায়নে ব্যক্তিগত
বহিঃবাংলাদেশ ভ্রমণ; ১৪৪৩ হিজরি/২০২২ সালের পবিত্র হজ পালন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের
সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসার জন্য বিদেশ গমন; আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি
নাগরিকের নিজ দেশে গমন; এবং বিদেশি আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ/স্টাডি
ট্যুর/ওয়ার্কশপ/এক্সপোজার ভিজিট/ সভা/সেমিনার এ অংশগ্রহণ নির্দেশনার আওতাবহির্ভুত হবে।”

মহামারীর মধ্যে ইউক্রেইন যুদ্ধ বিশ্বে যে
অর্থনৈতিক সঙ্কট তৈরি করেছে, তার প্রেক্ষাপটে সরকার ডলারের মজুদ ধরে রাখতে
বিলাসপণ্যে আমদানি শুল্ক বাড়ানোর পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

এর অংশ হিসেবেই সরকারি, আধা-সরকারি,
স্বায়ত্বশাসিত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বিদেশ ভ্রমণ সীমিত করা
হয়েছে।

এর
আগে গত ১৮ মে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করার আদেশে বলা হয়,
এখন থেকে চিকিৎসা, নিজস্ব অর্থায়নে হজে যাওয়া এবং আয়োজক সংস্থার পূর্ণ অর্থায়নে প্রশিক্ষণ
ছাড়া অন্য কোনো কারণে বিদেশে যাওয়ার অনুমতি পাবেন না কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তা।

ওই তিন ক্ষেত্র ছাড়া অন্য কোনো কারনে বিদেশে যাওয়ার অনুমতি যারা এর
আগে পেয়েছিলেন, তাও বাতিল করা হয়েছে।

এরপর ২২ মে আরেকটি সার্কুলাররে বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা ও কর্মীদের সব ধরনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
দিয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘ব্যক্তিগত’ খরচেও তারা বিদেশে যেতে পারবেন না।

তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মত অন্যান্য ব্যাংকারের
বেলাতেও হজ ও জরুরি চিকিৎসার ক্ষেত্রে বিদেশ যাওয়ার সুযোগ রাখা হয়েছে বলে বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলের বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক
মো. সিরাজুল ইসলাম।

পুরনো
খবর:

ব্যাংকারদের ‘ব্যক্তিগত’ বিদেশ যাত্রাতেও নিষেধাজ্ঞা কেন্দ্রীয় ব্যাংকের
 

বিদেশে প্রশিক্ষণ-সেমিনার: বৈদেশিক মুদ্রা ছাড়ে বিধিনিষেধ