ক্যাটাগরি

মাতাল হয়ে গাড়ি চালানোয় গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের স্পিকার পেলোসির স্বামী

গত শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতে পলের গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষের ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়।

তবে সংঘর্ষের ঘটনায় কেউ আহত হয়নি এবং অপর গাড়ির চালককেও গ্রেপ্তার করা হয়নি।

পল পেলোসির বিরুদ্ধে লঘু অপরাধের দুটি অভিযোগ আনা হয় এবং পরে ৫ হাজার মার্কিন ডলার মুচলেকায় তাকে জামিন দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি।

ক্যালিফোর্নিয়া মহাসড়কের প্রহরীরা বলছে, পল পেলোসি স্টেট রুট-২৯ পার হওয়ার চেষ্টা করার সময় তার গাড়ি একটি জিপের সঙ্গে ধাক্কা খায়। জিপটি চালাচ্ছিলেন ৪৮ বছরের এক ব্যক্তি।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইনানুযায়ী, কোনও ব্যক্তির রক্তে অ্যালকোহলের মাত্রা ০ দশমিক ০৮ শতাংশের বেশি হলে তিনি গাড়ি চালাতে পারবেন না। স্পিকার ন্যান্সি পোলোসির স্বামীর দেহে অ্যালকোহলের মাত্রা কত ছিল তা জানায়নি কর্তৃপক্ষ।

শনিবার যখন ওই ঘটনা ঘটে সে সময় ন্যান্সি পেলোসি ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিচ্ছিলেন। স্বামী গ্রেপ্তারের বিষয়টি ‘ব্যক্তিগত ব্যাপার’ হওয়ায় এ বিষয়ে ন্যান্সি কোনও মন্তব্য করবেন না বলে এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন তার মুখপাত্র।

ওদিকে, পল পেলোসিও তার গ্রেপ্তার হওয়া নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।