হাতিরঝিলের ট্রাফিক বক্সে কর্মরত সার্জেন্ট অভিজিৎ জানান,
সোমবার বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২০ বছর বয়সী রঙমিস্ত্রি ফাহিম হোসেনের গ্রামের
বাড়ি চাঁদপুরের কচুয়ায়। ঢাকায় তিনি থাকতেন ভাটারা
এলাকায়।
আর মোটরসাইকেল চালাচ্ছিলেন মো. মামুন নামে
২৫ বছর বয়সী এক যুবক। তার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি হাতিরঝিল থানার ওসি আব্দুর
রশিদ।
সার্জেন্ট অভিজিৎ বলেন “ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে
চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মোটরসাইকেলটি সড়কদ্বীপে ধাক্কা খেলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই
চালক মারা যান।”
আর গুরুতর আহত অবস্থায় ফাহিমকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে
নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।