মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এসব কর্মকর্তার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ১১মে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ডিআইজি করার পর শূন্য হওয়া পদগুলো শিগগিরই পূরণ করার গুঞ্জনের মধ্যে এই আদেশ আসে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরে কর্মরত সহকারী মহাপরিদর্শক, সিআইডি, এসবি, পিবিআইতে কর্মরত বিশেষ পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার, এপিবিএন’এর অধিনায়ক পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
একই দিনে অপর এক আদেশে জাতিসংঘ মিশনে সুদানের দারফুরে কর্মরত চট্রগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার হাসান মো. শওকত আলীকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
এছাড়া শিক্ষা ছুটিতে লিয়নে থাকা পুলিশ সদর দপ্তরের সহেলী ফেরদৌস ও বেগম সামসুন্নারকে অতিরিক্ত ডিআইজি হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে।
এই তিনজন দেশে ফিরে মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতির আদেশ জারি করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।