ক্যাটাগরি

টানা তিন ফিফটির পর ফারজানার সেঞ্চুরি, নাহিদার ৫ উইকেট

বাংলাদেশ আনসার ও ভিডিপির বিপক্ষে মঙ্গলবার রূপালী ব্যাংকের জয় ১৮১ রানে। ২৫৩ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে স্রেফ ৭২ রানে গুটিয়ে দেয় তারা।

তিন নম্বরে নেমে ১৪১ বলে অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ফারজানা। ১৬ চার ও একটি ছক্কায় গড়া তার ইনিংসটি।

আসরে এখন পর্যন্ত ফারজানার চার ইনিংস ৭৫, অপরাজিত ৫৩, অপরাজিত ৫৫ ও অপরাজিত ১২৪। ৩০৭ রান করে সর্বোচ্চ স্কোরার তিনিই। চার ম্যাচের তিনটিতেই অপরাজিত থাকায় গড় ৩০৭!

পরে বল হাতে ১০ ওভারে ৪ মেডেনে স্রেফ ১২ রান দিয়ে ৫ উইকেট নেন নাহিদা। আগের ম্যাচে বাঁহাতি এই স্পিনার ৯.৪ ওভারে ৭ মেডেনে ২ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। আসরে প্রথম দুই ম্যাচে উইকেটশূন্য থাকার পর এখন তার প্রাপ্তি ৯টি।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সানজিদা ইসলামের উইকেট হারায় রূপালী ব্যাংক। সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে আশা রহমান শুখতারা ও ফারজানা ১১২ রানের জুটিতে এগিয়ে নেন দলকে।

আশা ৭৩ বলে ৫০ রান করে ফেরার পর দ্রুতই বিদায় নেন অধিনায়ক নিগার সুলতানা ও মুক্তা রবীন্দ্র। এরপর পঞ্চম উইকেটে শরিফা খাতুনের সঙ্গে ৯৩ রানের আরেকটি বড় জুটিতে দলকে বড় সংগ্রহ এনে দেন ফারজানা।

প্রথম পঞ্চাশ ছুঁতে ফারজানার লেগেছিল ৮০ বল। পরের পঞ্চাশ করতে লাগে ৪৮ বল। ৪৬ বলে ৪টি চারে ৪০ রান করেন শরিফা।

রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় আনসার ও ভিডিপি। ফলে একশও করতে পারেনি তারা। দুই অঙ্কে যেতে পারেন কেবল একজন। ইসমত আরা করেন ১৪ রান।

নাহিদার ৫টি ছাড়া ২৮ রানে ৩ উইকেট নেন আশা।

সংক্ষিপ্ত স্কোর:

রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ: ৫০ ওভারে ২৫৩/৫ (সানজিদা ১, আশা ৫০, ফারজানা ১২৪*, নিগার ৪, মুক্তা ৩, শরিফা ৪০, রচনা ৪*; পান্না ৪-০-২৪-১, লিলি ১০-০-৫৬-০, আয়েশা ৫-০-২৯-০, তিথি ১০-১-২৮-১, রুপা ১০-০-৩৯-২, ইসমত ৬-০-৩৫-০, পুজা ৩-০-২৭-১, আফিয়া ২-০-১৩-০)

বাংলাদেশ আনসার ও ভিডিপি: ৩৮.২ ওভারে ৭২ (আফিয়া ০, রেশমা ৩, ইসমত ১৪, আতিকা ৯, পান্না ৭, লিলি ৩, তিথি ৬, পুজা ০, আয়েশা ৩, রুপা ০; নাহিদা ১০-৪-১২-৫, পুজা ৭.২-৪-৫-০, মুক্তা ২-০-১১-০, রুপা ৫-২-১০-১, আশা ১০-৪-১৮-৩, লাকি ৪-১-৫-০)

ফল: রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ১৮১ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: ফারজানা হক

২ উইকেটের পর অপরাজিত ৭৮ রানের ইনিংসে ম্যাচের সেরা সোবহানি মোস্তারি। ছবি: বিসিবি 

২ উইকেটের পর অপরাজিত ৭৮ রানের ইনিংসে ম্যাচের সেরা সোবহানি মোস্তারি। ছবি: বিসিবি 

বিকেএসপি-শেখ রাসেল

বিপর্যয়ের মুখে সোবহানি মোস্তারির দুর্দান্ত এক ইনিংসে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) হারিয়েছে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি।

বিকেএসপির তিন নম্বর মাঠে দলটির জয় ৩ উইকেটে। ১৭১ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ২৮ বল হাতে রেখে।

বোলিংয়ে ২ উইকেটের পর সাত নম্বরে নেমে ৮৩ বলে ৯ চার ও এক ছক্কায় অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা সোবহানি।

টস জিতে ব্যাট করতে নেমে ৪০ রানে ৪ ও ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বিকেএসপি। দলটি ১৭০ রানের পুঁজি পায় মিডল ও লোয়ার অর্ডারদের সৌজন্যে।

আটে নেমে ৮৫ বলে ৫ চারে সর্বোচ্চ ৪২ রান করেন রাবেয়া খান। ওপেনার ইভা করেন ৩৭ রান।

সোবহানি, সানজিদা মেঘলা ও ইসমত জাহান নেন ২টি করে উইকেট।

রান তাড়ায় শেখ রাসেলের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো, ১ রানেই হারায় দুই ওপেনারকে। একটা পর্যায়ে ৪৩ রানে ৪ ও ৯৭ রানে ৬ উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে তারা। 

সেখান থেকে সানজিদার সঙ্গে ৬৮ রানের জুটিতে দলকে কক্ষপথে ফেরান জাতীয় দলের ক্রিকেটার সোবহানি। সানজিদা ৩৩ বলে ৬ রান করে ফিরলেও সোবহানি দলের জয় নিয়েই মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান: ৫০ ওভারে ১৭০/৮ (ফাহমিদা ১, ইভা ৩৭, উন্নতি ৪, সুমাইয়া ৪, জান্নাতুল ৫, দিশা ২৭, মারুফা ৬, রাবেয়া ৪২, আশরাফি ২১*, দিপা ১৩*; ইয়ামিন ৬-০-১৫-০, প্রিয়াঙ্কা ৮-২-৩১-০, সানজিদা ১০-৩-১৭-২, সোবহানি ৬-১-২২-২, ইসমত ১০-১-৪২-২, সুমা ৪-০-১৯-১, রোকিয়া ৬-০-২৩-১) 

শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি: ৪৫.২ ওভারে ১৭৪/৭ (ফারজানা ১, মুর্শিদা ০, একা ৩, পিঙ্কি ১০, প্রিয়াঙ্কা ৩৪, ইসমত ২৪, সোবহানি ৭৮*; সানজিদা ৬, সুমা ০*; মারুফা ১০-০-৫০-১, ফাহমিদা ৯-১-৩৬-১, নিশিতা ৪-০-২০-০, রাবেয়া ১০-২-১৭-৪, দিশা ৩-০-১৮-০, দিপা ৩.২-০-১৩-০, আশরাফি ২-০-৯-০, ইভা ৪-০-১৯-০)

ফল: শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি ৩ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: সোবহানি মোস্তারি

অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা অধিনায়ক লতা মণ্ডল। ছবি: বিসিবি

অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা অধিনায়ক লতা মণ্ডল। ছবি: বিসিবি

কেরানীগঞ্জ-খেলাঘর

লতা মণ্ডল ও রিতু মনির দারুণ ব্যাটিংয়ে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমিকে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সংঘ।

বিকেএসপির এক নম্বর মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলাঘর ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৬ উইকেটে জিতেছে। ৪২ ওভারে ১৪৫ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ২৯.২ ওভারে।

রান তাড়ায় ৫৭ রানে ৩ উইকেট হারানোর পর ৭৯ বলে ৮১ রানের দারুণ এক জুটিতে দলের জয়ের দুই কারিগর লতা ও রিতু মনি। জয়ের কাছে গিয়ে রিতু মনি ৪৪ বলে ৪১ করে বিদায় নেন। অধিনায়ক লতা ৬২ বলে ৪৯ রানের ইনিংসে ম্যাচ শেষ করে আসেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০৩ রানের উদ্বোধনী জুটির পরও সংগ্রহ বড় করতে পারেনি কেরানীগঞ্জ। গাজালা নাজ ১০১ বলে ৫ চার ও এক ছক্কায় করেন ৬১ রান। ১০৯ বলে ৪১ রান করেন সুমি আক্তার।

৯ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে খেলাঘরের সফলতম বোলার ফাতেমা জাহান।

সংক্ষিপ্ত স্কোর:

কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি: ৪২ ওভারে ১৩৯/৬ (গাজালা ৬১, সুমি ৪১, তমালিকা ৭, মনিসা ০, ফারজানা ৯, রোকসানা ৩, পিঙ্কি ৭*, ইতি ১*; রিতু মনি ৮-০-২৮-১, ফুয়ারা ৯-২-১৪-০, ফাতেমা ৯-৩-১৯-৩, স্বর্ণা ৫-০-১৯-১, সুলতানা ৬-০-২৯-০, নাসিমা ১-০-৭-০, লতা ৪-০-১৯-১)

খেলাঘর সমাজ কল্যাণ সংঘ: (৪২ ওভারে লক্ষ্য ১৪৫) ২৯.২ ওভারে ১৪৫/৪ (মিষ্টি ১, সাবাকুম ২৭, দিলারা ২, লতা ৪৯*, রিতু মনি ৪১, স্বর্ণা ১*; তৃষ্ণা ৯-১-৩৫-১, তৃপ্তি ৭-১-২৭-০, পিঙ্কি ৬-০-২৮-০, তমালিকা ৪.২-০-৩৪-১, মনিসা ২-০-১১-১, ঝুমুর ১-০-১০-০)

ফল:  খেলাঘর সমাজ কল্যাণ সংঘ ৬ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: লতা মণ্ডল