ক্যাটাগরি

রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা দল: ইনফান্তিনো

মাদ্রিদে সোমবার স্প্যানিশ ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন ফিফা সভাপতি। সেখানেই রিয়ালের অর্জন নিয়ে কথা বলেন তিনি।

“রিয়াল বিশ্বের সেরা দল।” হাসতে হাসতে তিনি আরও বলেন, “শুধু আশা করি, একটা বছর তারা অন্য কোনো দলকে কিছু জিততে দেবে।”

গত শনিবার প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে আরও একবার ইউরোপ সেরার ট্রফি ঘরে তোলে রিয়াল। এই নিয়ে গত ৯ বছরে পাঁচবার চ্যাম্পিয়ন হলো তারা।

চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর এই প্রতিযোগিতার ফাইনালে উঠে কখনও হারেনি রিয়াল। তাদের আধিপত্য আরও ভালো বোঝা যায় একটা তথ্যে; প্রতিযোগিতাটির দ্বিতীয় সফল দল এসি মিলানের শিরোপা সংখ্যা ৭।

এ মৌসুমে শুধু চ্যাম্পিয়ন্স লিগই নয়, লিগ শিরোপাও জিতেছে রিয়াল। দ্বিতীয় হওয়া বার্সেলোনার সঙ্গে ১৩ পয়েন্ট এগিয়ে থেকে লিগ শেষ করে কার্লো আনচেলত্তির দল।