মঙ্গলবার সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম গ্রেপ্তার পাঁচ আসামির উপস্থিতিতে আব্দুর রহমান নামের এক প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য শোনেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন বলে সিলেট মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নওশাদ আহমদ চৌধুরী জানান।
বুধবার মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে আদালত।
গত ১১ মে মামলার বাদী নিহতের স্ত্রী তাহমিনা আক্তারা তান্নির সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ মামলায় মোট ৫৯ জন সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
২০২০ সালের ১১ অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করেন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ পুলিশ সদস্যরা। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
রায়হান হত্যার পরদিন ১২ অক্টোবর তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলায় পাঁচ পুলিশসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আওলাদ হোসেন।
অভিযুক্তরা হলেন-বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন এসআই আকবর হোসেন ভুঁইয়া, এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদ ও ঘটনার সিসিটিভি ফুটেজ গায়েবকারী কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান।
এদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য কারাগারে থাকলেও নোমান এখনও পলাতক রয়েছেন।
আরও পড়ুন:
সিলেটে রায়হান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
সিলেটে রায়হান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে
সিলেটে রায়হান হত্যা: বিজ্ঞপ্তি প্রকাশ না করায় পিছিয়ে গেল শুনানি
রায়হান হত্যা: ভিসেরা রিপোর্টে বিষক্রিয়া মেলেনি
সিলেটে রায়হান হত্যা: পরিদর্শক সৌমেন, এসআই বাতেন বরখাস্ত
সিলেটে রায়হান হত্যা: পাঁচ পুলিশসহ ৬ জনের অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত
রায়হানকে ফাঁড়িতে নিয়ে নির্যাতন করেন এসআই আকবরসহ ৪ পুলিশ: পিবিআই
সিলেটে রায়হান হত্যা: পাঁচ পুলিশসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
সিলেটে রায়হান হত্যা: নোমানকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ