ক্যাটাগরি

কিশোরগঞ্জে ট্রলার ডুবে বৃদ্ধার মৃত্যু, শিশু নিখোঁজ

জেলার মিঠামইন উপজেলা থেকে রওনা হয়ে ইটনার এলংজুরি
ঘাটের কাছে পৌঁছে মঙ্গলবার সকালে ট্রলারটি ডুবে যায় বলে ইটনা থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা জানান।

নিহত বকুলা বেগম (৬৫) মিঠামইন উপজেলার ঢাকী মুন্সিহাটির সালেক মিয়ার স্ত্রী।

ওসি কামরুল বলেন,
মিঠামইনের ঢাকী বাজার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে এলংজুরি বাজার ঘাটে মোড় নেওয়ার
সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় যাত্রীরা সাঁতরে তীরে
উঠতে পারলেও বকুলা বেগম ট্রলারে আটকা পড়েন। পরে তাকে মৃত উদ্ধার করা হয়।

তাছাড়া রবিন নামে নয় মাসের এক শিশু নিখোঁজ রয়েছে
জানিয়ে তিনি বলেন, পুলিশ উদ্ধার কাজে সহযোগিতার
পাশাপাশি নিখোঁজ শিশুকে খুঁজতে সহযোগিতা করছে।