ক্যাটাগরি

কুমিল্লায় তেল পাইপের গর্তে পড়ে শিশুর মৃত্যু

নির্মাণকাজ ঘিরে বেষ্টনী তৈরির বিধান থাকলেও এখানে তা না মানায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

নিহত ইসমাইল হোসেন নাঈম (৮) উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের মো. খোকন ভূঁইয়ার ছেলে।

মঙ্গলবার দুপুরে শিশুটি মারা যায় বলে জানান চৌদ্দগ্রামের ইউএনও মোহাম্মদ তানভীর হোসেন।

স্থানীয়রা জানান, দুপুরে নাঈম বাড়ির পাশে খেলাধুলা করার সময় পাইপলাইনের জন্য খনন করা গর্তে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ সদস্য মাহফুজ মজুমদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাড়িঘরের কাছে গর্ত খুঁড়ে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

জাতীয় তেল পাইলাইনের কুমিল্লা অঞ্চলের প্রকৌশলী জাকির হোসেন শিশুটির মৃত্যুর খবর পেয়েছেন।

তিনি বলেন, “ ঘটনাটি জেনেছি। নিয়ম অনুযায়ী পাইপ লাইনের কাজ শুরু করার আগে বিশাল এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করার বিধান রয়েছে। পাইপলাইনের পাশে যদি গর্ত করা হয়, তাহলে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে গর্তগুলো ভরাট করে দিতে হবে। এতে কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে  অবহিত করবেন বলে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ তানভীর হোসেন।