ক্যাটাগরি

কোভিড: ৪-১০ জুন দেশজুড়ে ‘বুস্টার ডোজ’ সপ্তাহ

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দ্বিতীয়
ডোজ নেওয়ার পর চার মাস পার হয়েছে এমন প্রাপ্তবয়স্করা এই বিশেষ কর্মসূচিতে টিকার তৃতীয়
ডোজ নিতে পারবেন।

সপ্তাহ জুড়ে সব টিকা কেন্দ্রে সকাল
৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। আগ্রহীরা টিকা কার্ড নিয়ে ওই সপ্তাহের যে কোনো দিন
কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নিতে পারবেন।

পাশাপাশি কোভিডের স্বাভাবিক টিকাদান
কার্যক্রমও চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশে ২০২১
সালের ৭
ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ
দেওয়া শুরু
হয়। দুই
মাস পর
৮ এপ্রিল
শুরু হয়
দ্বিতীয় ডোজ
দেওয়ার কার্যক্রম।
আর গত
বছরের ২৮
ডিসেম্বর তৃতীয়
ডোজ বা
বুস্টার ডোজ
দেওয়া শুরু
করে স্বাস্থ্য
অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের
হিসাবে, ২৪
মে পর্যন্ত দেশে ১২
কোটি ৮৭
লাখ ৩১
হাজারের বেশি
মানুষ করোনাভাইরাসের
টিকার প্রথম
ডোজ পেয়েছেন।
তাদের মধ্যে
১১ কোটি
৭৩ লাখ
৫৮ হাজারের
বেশি মানুষ
পেয়েছেন দ্বিতীয়
ডোজ। আর
তৃতীয় বা
বুস্টার ডোজ
পেয়েছেন ১ কোটি ৪৫ লাখ ৪৪
হাজারের বেশি
মানুষ।