ক্যাটাগরি

চট্টগ্রামে মাছ ধরতে গিয়ে ‘পানিতে ডুবে’ স্কুলছাত্রের মৃত্যু

সোমবার রাতে উপজেলার শাহ মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান।

সাইফুল ইসলাম মাসুদ নামের ১৫ বছর বয়সী ওই কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। তার বাবার নাম মো. ফোরকান।

পরিবারের বরাতে ওসি জানান, রাতে বৃষ্টি হওয়ায় সাইফুল মাছ ধরতে বের হয়। কিন্তু দীর্ঘ সময় পরও না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তার দেহ স্থানীয় একটি পুকুরে ভাসতে দেখা যায়। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের বরাতে ওসি দুলাল বলেন, “সাইফুল মৃগী রোগী ছিল। দুই বছর ধরে তার চিকিৎসাও চলছিল।”

পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরেদহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।