সোমবার রাতে উপজেলার মহজমপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে হাইমচর থানার ওসি আশরাফুল ইসলাম জানান।
আটকরা হলেন- মনির হোসেন (২৮) ও রাজিব হোসেন (২৫)।
তারা মাদক কারবারি বলে পুলিশের ভাষ্য। এ দুজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি বলেন, গোপন খবরে হাইমচর থানার কনস্টেবল ইমরান, “আমিনুল ও শরীফ ঘটনাস্থলে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মনির ও রাজিবের সঙ্গে তাদের কথাকাটি হয় এবং এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা করে।”
“এ সময় দুই মাদক কারবারি ও তাদের সহযোগীদের সঙ্গে ধস্তাধস্তিতে ইমরান, আমিনুল ও শরীফ হাতে আঘাত পায়”
পরে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান আশরাফুল।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, মনির্ ও রাজিব নামের দুই মাদক কারবারিকে ২২টি ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
পুলিশের ওপর হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান।