গ্লিটজ ডেস্ক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2022 10:41 PM BdST
Updated: 31 May 2022 10:41 PM BdST
শাড়ি কিংবা বাঙালি পোশাকে চেনা ছক ভেঙে সিকুইন টপ ও বেল বটম ট্রাইজারে ভিন্নরূপে হাজির হলেন অভিনেত্রী জয়া আহসান; তার কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এ অভিনেত্রী।
-
পুরু ঠোঁট আর তীক্ষ্ণ নাক, স্টাইলিশ চুল ও সাজে জয়া আহসানকে হঠাৎ দেখে চিনতে হিমশিম খেতে হয়েছে ভক্তরা; ইনস্টাগ্রামের কমেন্টে অনেকে বলছেন, জয়াকে এমন সাজে কখনো দেখেনি আগে।
-
একটি পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নিতে যুক্তরাজ্য থেকে পোশাক আনিয়েছেন জয়া আহসান।
-
রুপালি রঙের সিকুইন টপ ও বেল বটম ট্রাইজারে পার্টি লুকে মোহনীয় ভঙ্গিমায় ক্যামেরায় ধরা দিলেন জয়া; বাংলাদেশের পাশাপাশি কলকাতার দর্শকদের কাছেও তিনি বেশ জনপ্রিয়।
-
বাম হাতে ঘড়ি পরেছেন; আর সঙ্গে রেখেছেন ব্যাগ।
-
চোখে উইংড আই লাইনার ও কাজলের ছোঁয়া রেখেছেন তিনি; সঙ্গে চোখের উপরের পাতায় শিমার আইশেডও ব্যবহার করেছেন। তার নিজস্ব মেকআপ শিল্পী মেকআপ করেছেন।