তারা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জামাইল গ্রামের মো. নাসির (১৯) ও শরীয়তপুরে শখিপুর উপজেলার কদমতলী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৮)।
মঙ্গলবার রাত ৮টার দিকে তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা হয়েছে বলে ওসি আজিজুল ইসলাম জানিয়েছেন।
আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের রামচন্দ্রী এলাকার মনির ভূঁইয়া নামে এক ভ্যান চালক এই মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, বেলা ১২টার দিকে বাদী তার বাড়ির কাছে মামা-ভাগিনা সাইজিং মিলের পাশে ভ্যানটি রেখে দেন। আধা ঘণ্টা পর ফিরে তিনি আর তার ভ্যানটি পাননি। পরে তিনি দুইজনকে ভ্যানটি নিয়ে যেতে দেখেন। তখন তারা ভ্যানসহ নাসির ও হোসেনকে আটক করে পুলিশে খবর দেন।
কাউকে নির্যাতন করা হয়নি বলে মামলার এজাহারে দাবি করেন বাদী।
মোবাইল ফোনে বাদী মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে অন্য এক ব্যক্তি সাড়া দেন। নিজেকে তিনি মনিরের ছোট ভাই পরিচয় দিয়ে বলেন, মনির ফোন ব্যবহার করেন না।
মনিরের ছোট ভাই পরিচয় দেওয়া এই ব্যক্তি নিজে নাম বলতে চাননি।
ঘটনার বিষয়ে চানতে চাইলে তিনি বলেন, “ওই দুইজনকে পিটিয়েছে গ্রামবাসী। আমি ঘটনাস্থলে ছিলাম না।“
আসামি নাসিরের মা আয়শা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, “আমার ছেলেকে অনেক মারছে।”
তবে এখনও কেউ মারধরের অভিযোগ করেনি থানায়।
ওসি আজিজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের রশি দিয়ে বেঁধে রাখা অবস্থায় দেখতে পায়। তাদের থানায় নিয়ে আসা হয়। তাদের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।