ক্যাটাগরি

নারায়ণগঞ্জে মশারির কারখানায় অগ্নিকাণ্ড

উপজেলার সাওঘাট এলাকায় মঙ্গলবার বেলা আড়াইটার
দিকে আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নেভানো হয় বলে জেলা ফায়ার সার্ভিসের
উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান।

তিনি শ্রমিকদের বরাতে বলেন, দুপুরে কারখানার
ভেতরে হঠাৎ আগুন দেখে শ্রমিকরা চিৎকার করেন। তখন আশপাশের লোকজন গিয়ে শ্রমিকদের উদ্ধার
করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

আগুনে কারখানার সুতা, কাপড় ও যন্ত্রপাতি পুড়ে
গেছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেননি ফায়ার সার্ভিসকর্মীরা। হতাহতেরও
কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তানহারুল ইসলাম জানান, কারখানার
মালিক রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন আগুনের খবর
পেয়ে ঘটনাস্থলে যান। আগুন দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় হাসপাতালে
ভর্তি করা হয়েছে।