মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে
স্থানীয় জেলে অসেল হালদারের জালে মাছটি আটকা পড়ে বলে গোয়ালন্দ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য
কর্মকর্তা টিপু সুলতান জানান।
জেলে অসেল হালদার বলেন, ভোরে তিনি পদ্মায়
মাছ ধরতে যান। সকাল ৭টার দিকে জাল তুলতেই বুঝতে পারেন বড় একটি মাছ আটকা পড়েছে। জাল
টেনে দেখেন বড় একটি বাঘাআইড়।
“পরে মাছটি দৌলতদিয়া আড়তে এনে ওজন দিয়ে দেখি
২৬ কেজি। অনেকদিন পর অনেক বড় একটি মাছ ধরতে পেরে ও ভালো দাম পেয়ে খুশি।”
দৌলতদিয়া মৎস্য আড়তের ব্যবসায়ী চান্দু মোল্লা
এক হাজার ২০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন।
ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, “মাছটি বিক্রির
জন্য দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে। এক হাজার ৩০০ টাকা কেজি
দরে মাছটি বিক্রি করা হবে।“
জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন,
“পদ্মার পানি বাড়ছে। যে কারণে পদ্মা ও যমুনার মোহনায় মাঝে মধ্যেই বড় বড় রুই, পাঙ্গাশ,
বাঘাআইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ জেলেদের জালে আটকা পড়ছে।”
এসব বড় বড় মাছ জেলেরা বিক্রি করে আর্থিকভাবে
লাভবান হচ্ছেন। নদীর এসব বড় বড় মাছ খেতে খুবই সুস্বাধু। নদীতে স্থায়ী অভয়াশ্রম করা
গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত বলে তিনি জানান।