ক্যাটাগরি

বরিশালে পেটে গজ রেখে সেলাই, তদন্তে কমিটি

হাসপাতালের
পরিচালক এইচএম সাইফুল ইসলাম জানান, সার্জারি বিভাগের প্রধান ও কলেজের উপাধ্যক্ষ
নাজিমুল হককে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করেছেন তারা।

কমিটির
অন্য দুই সদস্য হলেন সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শাহীন ও গাইনী বিভাগের
প্রধান খুরশীদ জাহান।

কমিটিকে
আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত
১৬ এপ্রিল ঝালকাঠির নলছিটি উপজেলার শারমিন আক্তার নামে এক নারীর অস্ত্রোপচারের
মাধ্যমে সন্তানের জন্ম হয়। তার পেটে গজ রেখেই সেলাই করে দেন চিকিৎসক। বাড়ি ফেরার কয়েক
দিন পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

শারমিনের
স্বামী জিয়াউল হাসান বলেন, “বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তাকে ভর্তি করা
হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে পেটে গজ রয়ে গেছে বলে জানান সার্জারি বিভাগের প্রধান
নাজিমুল হক। পরে ২২ মে পুনরায় অস্ত্রোপচার করা হয়।”

বিষয়টি
নিয়ে এত দিন রোগী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে দাবি করেন
পরিচালক এইচএম সাইফুল ইসলাম।

তিনি
বলেন, “বিষয়টি জানতাম না। জানতে পেরে তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে
বিষয়টি স্পষ্ট হবে।”