ক্যাটাগরি

বাবার মৃত্যুতে দল ছেড়ে গেলেন ফ্রান্স কোচ

দেশটির ফুটবল ফেডারেশনের মঙ্গলবার দেওয়া বিবৃতিতে দেশমের
বাবা মারা যাওয়ার খবর ও তার দল ছাড়ার বিষয়টি জানানো হয়।

দেশমের অনুপস্থিতে মঙ্গলবার সহকারী কোচ গি স্তোফোঁর
তত্ত্বাবধানে অনুশীলন করে দল।

নেশন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে এবারের আসরের
প্রথম ধাপে ১১ দিনে চারটি ম্যাচ খেলবে ফ্রান্স।

আগামী শুক্রবার ডেনমার্কের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে
যাত্রা শুরু করবে তারা। এছাড়া ক্রোয়েশিয়ার বিপক্ষে দুবার এবং অস্ট্রিয়ার মুখোমুখি
হবে ২০১৮ সালের বিশ্বকাপ জয়ীরা।