ক্যাটাগরি

বিশ্বকাপ দিয়েই শেষ দি মারিয়ার আর্জেন্টিনা অধ্যায়

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন
আর্জেন্টিনা লন্ডনে বুধবার ‘ফিনালিস্সিমা’ ম্যাচে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন ইতালির।
এই ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দি মারিয়া জানালেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার
থামিয়ে দেওয়ার পরিকল্পনা।

“বিশ্বকাপ শেষেই
আমার সময় শেষ। আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য (আর্জেন্টিনার) অনেকেই তৈরি আছে, তাদের
উন্নতি হচ্ছে এবং আস্তে আস্তে তারা দেখাচ্ছে, তারা এই পর্যায়ের জন্য প্রস্তুত।”

“এত বছর খেলার
পর এবং যা কিছু চেয়েছি, তা অর্জনের পর বিশ্বকাপ শেষেও খেলা চালিয়ে যাওয়া হবে স্বার্থপরের
মতো ব্যাপার। কাতার বিশ্বকাপ শেষে নিশ্চিতভাবেই আমি সরে দাঁড়াব।”

গত মার্চে ভেনেজুয়েলার
বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি শেষে দি মারিয়া বলেছিলেন, দেশের মাঠে আর্জেন্টিনার
হয়ে তার শেষ ম্যাচ হতে পারে এটিই। শেষ পর্যন্ত সেই ইঙ্গিতই এখন সত্যি হলো।

আর্জেন্টিনার হয়ে
১২১ ম্যাচ খেলে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের গোল ২৪টি। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে
তার দুর্দান্ত গোলেই ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের খরা কাটিয়ে বড় কোনো ট্রফি জয় করে আর্জেন্টিনা।

বেনফিকা, রিয়াল
মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব ফুটবল খেলে পিএসজিতে পাড়ি জমানো দি মারিয়া
এই মৌসুম শেষে বিদায় নিয়েছেন ফরাসি ক্লাবটি থেকেও। ক্লাব ফুটবলে এখন তিনি নতুন ঠিকানায়
পা রাখার অপেক্ষায়।