দোনেৎস্কে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন মঙ্গলবার মারিউপোল বন্দর থেকে পণ্যবাহী জাহাজ ছেড়ে যাওয়ার খবর দেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে পুশিলিন লেখেন, ‘‘আজ আড়াই হাজার টন হট-রোল্ড শিট মারিউপোল বন্দর ছেড়েছে। জাহাজটি রাশিয়ার রোস্তভ নগরীতে যাচ্ছে।”
এ মাসের শুরুতে মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ পায় রুশ বাহিনী। প্রায় তিন মাস অবরুদ্ধ থাকার পর নগরীর আজভস্তাইল স্টিলওয়ার্কসে লুকিয়ে থাকা প্রায় আড়াই হাজার ইউক্রেইনীয় সেনা আত্মসমর্পণ করে।
মারিউপোলের নিয়ন্ত্রণ পাওয়ার পর রুশ বাহিনী গত সপ্তাহে বন্দর মাইন মুক্ত করে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সেটি খুলে দেয়।