মঙ্গলবার
দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায়
ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) জেবা রহমান জানান।
দণ্ডপ্রাপ্ত
মদন চন্দ্র ভোমিক সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের কুটিশ্বর ভৌমিকের ছেলে।
মামলার
বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০১০ সালের ১১ অক্টোবর বিকেলে চৌধুরী ঘুঘাট গ্রামের শিশু
শুভকে শ্বাসরোধে হত্যা করে লাশ বাঁশঝাড়ে ফেলে রাখা হয়।
এ
ঘটনায় শুভর বাবা বাদী হয়ে মদন চন্দ্র ভোমিক, তার বাবা কুটিশ্বর ভৌমিক ও মা সুমতি
রানীকে আসামি করে সলঙ্গা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১১ জন সাক্ষ্য
দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়েছে।
আইনজীবী
আরও বলেন, বিচারক দণ্ডপ্রাপ্তকে একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক
বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।