ক্যাটাগরি

হেঁটে বা সাইকেলে পদ্মা সেতুতে নয়

সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম মঙ্গলবার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে সকল যানবাহনের টোলের
হার চূড়ান্ত করা হয়েছে তার বাইরে পদ্মা সেতু পার হওয়া যাবে না।

“কেউ ইচ্ছে করলে হেঁটে কিংবা বাই সাইকেলে সেতু পার হওয়ারও কোনো
সুযোগ নেই।”

টোলের হার নির্ধারণ করা যানবাহনের মাধ্যমেই
পদ্মা সেতু পার হতে বলে হবে বলে জানান তিনি।

দক্ষিণ জনপদের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মাসেতু যান
চলাচলের জন্য ‍খুলে দেওয়া হবে আগামী ২৫ জুন। গত ১৭ মে সেতু পারাপারে যানবাহনের
টোলের হার চূড়ান্ত করেছে সরকার।

মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতে চাইলে টোল
দিতে হবে ১০০ টাকা। কার ও জিপের জন্য ৭৫০ টাকা আর পিকআপের জন্য ১২০০ টাকা দিতে
হবে। মাইক্রোবাসে লাগবে ১৩০০ টাকা।

বাসের জন্য আসনের ভিত্তিতে তিন ধরনের টোল
নির্ধারণ করা হয়েছে। ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন
বা এর বেশি) ২০০০ টাকা এবং বড় বাসে (৩ এক্সেল) ২৪০০ টাকা টোল দিতে হবে।

পণ্যবাহী বাহনের ক্ষেত্রে ছোট ট্রাক (৫ টন
পর্যন্ত) ১৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে
১১ টন) ২৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫৫০০ টাকা এবং ট্রেইলার (৪ এক্সেল
পর্যন্ত) পার হতে ৬০০০ টাকা টোল দিতে হবে।

৪ এক্সেলের বেশি হলে ট্রেইলারে ৬ হাজার টাকার
সঙ্গে প্রতি এক্সেলে বাড়তি ১৫০০ টাকা দিতে হবে টোল বাবদ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে
টোলের এই হার জানিয়ে বলেছে, সেতু খুলে দেওয়ার দিন থেকে এই টোল কার্য্কর হবে।