চালের বাজারে অনিয়ম ঠেকাতে দেশজুড়ে অভিযানের মধ্যে বুধবার বন্দর নগরীর
অন্যতম বৃহৎ চালের আড়ত পাহাড়তলী বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী
কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে জেলা খাদ্য অফিস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ
খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
“ফুড গ্রেইন
লাইসেন্স অনুসারে একজন পাইকার ৬ হাজার বস্তা চাল এক মাসের জন্য মজুদ রাখতে পারেন।
পাহাড়তলী বাজারের মেসার্স বাগদাদ ট্রেডিংয়ের গুদামে ৮ হাজার বস্তার বেশি
চাল পায় ভ্রাম্যমাণ আদালত। তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স শাহজালাল স্টোরেও
নির্ধারিত সীমার চেয়ে বেশি চাল পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিসমিল্লাহ ট্রেডার্স নামের আরেক প্রতিষ্ঠানের ফুড গ্রেইন লাইসেন্স
গত ৩ বছর নবায়ন না করায় তাদের দুই হাজার টাকা এবং লাইসেন্স দেখাতে না পারায় মেসার্স
রাইচ হাউজকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উমর ফারুক বলেন, “ফুড গ্রেইন লাইসেন্স না থাকায় আমেনা ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটি
সিলগালা করা হয়েছে।
“এছাড়া বাজারের কিছু প্রতিষ্ঠানে আগের কম দামে কেনা
চাল বর্তমানে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। তাদের সতর্ক করা হয়েছে। আমাদের
অভিযান অব্যাহত থাকবে।”
‘কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত
চাল মজুদ করে’ বাজার অস্থিতিশীল করছে বলে এই
অভিযান বলে জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।