সম্প্রতি দুই কোম্পানি এবিষয়ে চুক্তি সই করেছে বলে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এতে বলা হয়, মোনার্ক মার্টে প্রকাশিত ছবি ও ভিডিও এর মাধ্যমে গ্রাহক গরু কেনার আগে গরুর জাত, ওজন, বয়স ও রঙ সম্পর্কে ধারণা নিতে পরবেন।
এছাড়া আলমগীর র্যাঞ্চ তাদের পণ্য নিজ দায়িত্বে ক্রেতার ঠিকানায় পৌঁছে দেবে।
চুক্তি সই অনুষ্ঠানে আলমগীর র্যাঞ্চের পরিচালক ও লাবিব গ্রুপের ভাইস-চেয়ারম্যান সুলতানা জাহান, মোনার্ক মার্টের চিফ অপারেটিং অফিসার জাহিদ কামাল উপস্থিত ছিলেন।
লাবিব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলমগীর র্যাঞ্চের খামারে বেড়ে ওঠা গবাদি পশু ইতোমধ্যেই বেশ পরিচিতি অর্জন করেছে।