নিজস্ব লেনদেন ব্যবস্থা ব্যবহার করে না এমন অ্যাপ গুলো অ্যাপ স্টোর থেকে মুছে দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে অ্যান্ড্রয়েড নির্মাতা গুগল। সিদ্ধান্তটি বুধবারই কার্যকর হওয়ার কথা রয়েছে।
পাঠকদের ইমেইল পাঠানোর খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটকে নিশ্চিত করেছে অ্যামাজন। সাইটটি বলছে, পাঠকদের এখন ওয়েব ব্রাউজারের মাধ্যমে কনটেন্টের মূল্য পরিশোধ করতে হবে। তারপর অ্যাপের ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে বই পড়ার সুযোগ পাবেন তারা।
অ্যামাজন বলছে, ‘গুগলের প্লে স্টোরের পরিবর্তিত নীতিমালা মেনে চলার জন্য’ এই পদক্ষেপের প্রয়োজন ছিল।
২০২০ সালেই গুগল স্পষ্ট করেছিল, অ্যাপের ‘অভ্যন্তরীণ ফিচার এবং সেবার’ মূল পরিশোধের জন্য প্লে স্টোরের মূল্য পরিশোধ ব্যবস্থা ব্যবহার করতে হবে অ্যাপগুলোকে। সাবস্ক্রিপশন সেবার পাশাপাশি, ডিজিটাল কনটেন্ট, ফ্রি অ্যাপের আপডেট করা সংষ্করণ এবং ডেটা স্টোরেজের মতো ক্লাউড সেবাও আছে ওই পরিবর্তিত নীতিমালার অধীনে।
সিনেট জানিয়েছে, মুদি পণ্য ও পোশাকের মতো বাস্তবিক কোনো পণ্য, পিয়ার-টু-পিয়ার লেনদেন এবং জুয়ার অ্যাপের লেনদেনে ব্যবহার করা যায় না গুগল প্লে স্টোরের মূল্য পরিশোধ ব্যবস্থা।
প্লে স্টোরের মূল্য পরিশোধ ব্যবস্থা থেকে ১৫ শতাংশ কেটে রাখে গুগল। জানুয়ারি মাসের আগে এটি ছিল ৩০ শতাংশ।
গুগলের পরিবর্তিত নীতিমালায় সম্মত হওয়ার শেষ দিন ছিল বুধবার। নীতিমালা মানছে না এমন অ্যাপগুলো প্লে স্টোর থেকে মুছে দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে গুগল।
সিনেট বলছে, ইতোমধ্যেই অ্যান্ড্রয়েডের কিন্ডল অ্যাপে প্রয়োজনীয় পরিবর্তন এনেছে অ্যামাজন। অ্যাপটি পাঠকদের নোটিফিকেশন দিয়ে জানান দিচ্ছে যে ‘ইন-অ্যাপ পারচেজ’ এবং বই ভাড়া নেওয়ার সেবাগুলো বন্ধ আছে।